২১ নভেম্বর, ২০২৪ || ৭ অগ্রহায়ণ, ১৪৩১
নতুন রিকশা ভাড়ায়  ফেনী শহরে স্বস্তি
  • Updated Nov 04 2023
  • / 969 Read

 

নতুনভাবে বেঁধে দেওয়া রিকশা ভাড়া বাস্তবায়নের জন্য বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে- মেয়র ফেনী পৌরসভা(ইনসেটে হবে)
নিজস্ব প্রতিনিধি: 
ফেনী শহরে চলাচলে রিকশা ভাড়া নির্ধারণ করে দিয়েছে পৌরসভা। ভাড়া নির্ধারণ করায় স্বস্তি ফিরেছে সাধারণ যাত্রীদের মাঝে। নতুন এ ভাড়া নির্ধারণের উদ্যোগ নেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী। গত ১ নভেম্বর থেকে নতুন ভাড়ার তালিকা অনুযায়ী রিকশা ভাড়া নেওয়া হচ্ছে বলে জানিয়ে দেয় পৌরসভা কর্তৃপক্ষ। ইতোমধ্যে শহরের জিরো পয়েন্টে ভাড়ার তালিকা সম্বলিত বিলবোর্ড স্থাপন করা হয়েছে। রিকশাগুলোর পেছনেও ভাড়ার তালিকা সাঁটানো হচ্ছে। 


পৌরসভা সূত্র জানায়, শহরে চলাচলের জন্য সর্বনিম্ন ভাড়া ১০ টাকা নির্ধারণ করা হয়েছে। সর্বোচ্চ ঘণ্টা প্রতি ১০০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। 
তালিকানুযায়ী ট্রাংক রোডের দোয়েল চত্বর থেকে জেলা প্রশাসকের কার্যালয় ও সংলগ্ন এলাকা ২০ টাকা, মহিপাল ও পার্শ্ববর্তী এলাকায় ২০ টাকা, পাঠানবাড়ির রাস্তার মাথায় ১০ টাকা, ফেনী সরকারি কলেজ, পৌরসভা ও পার্শ্ববর্তী এলাকায় সর্বনিম্ন ভাড়া ১০ টাকা, ডায়াবেটিস হাসপাতাল, আলীয়া মাদরাসা ও পার্শ্ববর্তী এলাকায় ১০ টাকা, মাস্টারপাড়া পৌর শিশু পার্ক ও পার্শ্ববর্তী এলাকায় ১০ টাকা, ফেনী মডেল থানা ও পার্শ্ববর্তী এলাকায় ১০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া স্টার লাইন বাসস্ট্যান্ড ও ফেনী ন্যাশনাল কলেজ ১৫ টাকা, জিয়া মহিলা কলেজ গেইট ১৫ টাকা, পাঠানবাড়ি ও দারোগা বাড়ি পার্শ্ববর্তী এলাকায় ২০ টাকা, দাউদপুর ব্রিজ ১০ টাকা, জয়নাল হাজারী কলেজ ২৫ টাকা, সার্কিট হাউজ ও বিজয়সিংহ দীঘিসহ তার পাশের এলাকা ৩০ টাকা, রামপুর ফয়েজ পাটোয়ারী বাড়ি পার্শ্ববর্তী এলাকায় ২০ টাকা, রামপুর রাস্তার মাথায় ৩০ টাকা, র‌্যার ক্যাম্প ও ফেনী পল্লী বিদ্যুৎ এলাকায় ৩০ টাকা, শাহীন একাডেমী স্কুল এন্ড কলেজ এলাকায় ২৫ টাকা, রামপুর বালিকা উচ্চ বিদ্যালয় এলাকায় ২০ টাকা, রামপুর সওদাগর বাড়ি ও পাটোয়ারী বাড়ি এলাকায় ২০ টাকা, সদর হাসপাতাল টাকা, পলিটেকনিক ইনস্টিটিউট ৩০ টাকা, পাঁচগাছিয়া বাজার ও পার্শ্ববর্তী এলাকায় ৪০টাকা, বিরিঞ্চি সুফিয়া নুরিয়া মাদরাসা ও পাশের এলাকায় ৩০ টাকা, সহদেবপুর-আলোকদিয়া ২৫ টাকা, মধুয়াই ব্রীজ এলাকায় ৬০ টাকা, লুদ্দার পাড় এলাকায় ৬০টাকা, মধ্যম রামপুর আবদুল হকের দোকান ৫০ টাকা, নাসির মেমোরিয়াল কলেজ এলাকায় ৪০ টাকা, পেট্রোবাংলা ও আশপাশের এলাকা ২০ টাকা, ফলেশ্বর ৪০ টাকাসহ ট্রাংক রোড থেকে ৬৪টিসহ শহরের ৮৩ স্থানের নাম উল্লেখ করে ভাড়ার তালিকা নির্ধারণ করা হয়। ঘন্টা প্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। ট্রাংক রোড থেকে সর্বোচ্চ ভাড়া নির্ধারণ করা হয় মালেক মিয়ার বাজার ও পার্শ্ববর্তী এলাকায় ৮০ টাকা।


নতুন করে রিকশা ভাড়া নির্ধারণে খুশী সাধারণ যাত্রীরা। আহনাফ আতিক নামে এক যাত্রী বলেন, রিকশাচালকদের সাথে প্রায়ই ভাড়া নিয়ে ঝামেলা হতো। পৌরসভার ভাড়ার তালিকা অনুযায়ী যাত্রী পরিবহন করলে এ সমস্যা আর হবে না।
ফাতেমা আক্তার নামে এক যাত্রী বলেন, নারী যাত্রীদের সাথে প্রায়ই রিকশাচালকরা ভাড়া নিয়ে ঝামেলা করতো। নতুন ভাড়ায় ঝামেলা আর থাকবে না।
নয়ন নামে এক রিকশা মালিক বলেন, পৌরসভার তালিকা অনুযায়ী ভাড়া নেওয়া হয়। মাঝেমধ্যে যাত্রী ও চালকের মধ্যে ৫/১০ টাকার জন্য কথা-কাটাকাটি হয়।
শহীদ মিয়া নামে এক রিকশাচালক বলেন, সারাদিনে রিকশা চালিয়ে ৪০০/৫০০ টাকা ইনকাম হয়। দিনশেষে জমা দেওয়ার পর আমাদের জন্য কিছুই থাকে না। দ্রব্যমূল্যের যে দাম তালিকা অনুযায়ী রিকশা চালালে আমাদের কষ্ট হবে।
এছাড়া শহরে রিকশা চলাচলের ক্ষেত্রে পৌরসভার সকল নিয়ম কানুন মেনে যাত্রী পরিবহনের অনুরোধ জানিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ।
ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, রিকশা মালিক, যাত্রী ও ফেনীর সচেতন নাগরিকদের নিয়ে আলোচনা করে ভাড়া নির্ধারণ করা হয়েছে। যাত্রী পরিবহনের ক্ষেত্রে পৌরসভা কর্তৃক প্রণীত ভাড়া তালিকা না মানলে রিকশা জব্দসহ রিকশার মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নিবে পৌর কর্তৃপক্ষ।

Tags :

Share News

Copy Link

Comments *